পৃথিবীর সবচেয়ে বড় নীল রঙের হীরা উঠল নিলামে। নিলাম সংস্থা কিস্ট্রি ২ কোটি ৩৭ লক্ষ ডলারে নিলাম করল এই হীরাকে। ১৩.২২ ক্যারেটের এই হীরার নাম 'দ্য ব্লু'। এটি কিনেছেন আমেরিকার এক স্বর্ণব্যবসায়ী হ্যারি উইনস্টন।
নিলাম সংস্থা ক্রিস্টি জানিয়েছে এটিই পৃথিবীর সবচেয়ে বড় নীল হীরা। তবে এটি কে বিক্রি করছেন তার নাম জানা যায়নি। এটি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট হীরার মধ্যে একটি।
হ্যারি উইনস্টিন এটি কিনেছেন বলে এই হীরার নাম বদল করে 'উইনস্টন ব্লু' রাখা হবে। এটি অনেকটা নাসপাতির আকারের।