সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের কল্যাণে বর্তমানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ও বন্ধুত্ব গড়ে তোলার সহজ সুযোগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে মধুর এবং তিক্ত দুই ধরনের সম্পর্ক ঘটার সবচেয়ে কার্যকর মাধ্যম অনলাইন। বিশেষ করে অনলাইন ডেটিংয়ে আসক্ত হয়ে পড়ছেন অনেকেই।
ডেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো-মন্দ যাচাই বাছাই করে নেওয়া উচিত। কারণ একটুখানি সতর্কতা আপনাকে বড় ধরনের কোনও ভুলের হাত থেকে রক্ষা করতে পারবে। চলুন তবে যেন নেওয়া যাক অনলাইন ডেটিংয়ের ভালো-মন্দ খুঁটিনাটি।
ভালো দিকগুলো
বিভিন্নতা
অনলাইন ডেটিংয়ের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ দিক হলো এর বিভিন্নতা। কে না চায় এমন বিচিত্র মানুষের সমুদ্রে প্রবেশ করতে। এখানে আপনি সাধারণ-অসাধারণ, ভালো-মন্দ সব মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারবেন।
জীবনসঙ্গী খুঁজে পেতে
আপনি নিতান্ত সাধারণ এক নারী/পুরুষ। সহজ-সরল আর দায়িত্বশীল কোনও পুরুষ বা নারীকে জীবনসঙ্গী করতে চান। এ ক্ষেত্রে বাছাইয়ের সবচেয়ে বড় মাধ্যম অনলাইন। এখানে ডেটিংয়ের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পারবেন আপনি।
বন্ধুকে বোঝার সুযোগ
যাকে মনে ধরেছে তার সম্পর্কে বিস্তারিত জানার ও বোঝার সুযোগ রয়েছে এখানে। তার সঙ্গে দেখা না করেও নিরাপদে আপনি তার সঙ্গে যোগাযোগ করে তার খুঁটিনাটি জানতে পারেন।
অন্য মাধ্যমে দেখে নেওয়া যায়
যার সঙ্গে ডেটিং করছেন তাকে অন্য সামাজিকমাধ্যম যেমন ফেসবুকেও দেখে নিতে পারেন। এসব সামাজিক যোগাযোগমাধ্যম একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে অভিশাপ। অন্যান্য মাধ্যমে তাকে দেখে নিলে তার সম্পর্কে অন্যান্য ধারণা পেতে পারেন।
সময় কাটানো
ভালো দিক হিসেবে সোজাসুজি বলা যায়, এখানে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন আর সময় কাটান। অবসর আর অলস সময় কাটিয়ে দিতে অনলাইন ডেটিং অবশ্য দারুণ একটি বিষয়।
মন্দ দিকগুলো
ঝুঁকিপূর্ণ
দিনের শেষে আপনি জানেন না যে আসলে মানুষটি কেমন? যে মানুষটি আপনাকে দারুণ আনন্দ দিচ্ছে এবং যার প্রতিটি বাক্য বা চিন্তাধারা ভালো লাগছে, তিনি আসলে তেমন কিনা তা কিন্তু বোঝা যাচ্ছে না। তাই এখানে শেষ পর্যন্ত ঝুঁকি থেকেই যায়।
আপনি সেখানে উন্মুক্ত
আপনি যেই হন না কেন, অনলাইন ডেটিং সাইটে আপনার পরিচয় অন্যের মতোই। আপনি এমন একজন যিনি ডেটিং করতে চাইছেন। কাজেই মন্দ লোকেরাই আপনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সুযোগ নেবে। তাই সাবধান।
দূরের সম্পর্ক
কাউকে যতো কাছেরই করে নিন না কেন, শেষ পর্যন্ত বন্ধু আপনার অনেক দূরের কেউ একজন। যার সঙ্গে দেখা নেই, কথা নেই, মেলামেশা নেই; তিনি কখনো কাছের কেউ হতে পারে না। কাজেই শেষ অবধি তিনি দূরেরই কেউ থেকে যাচ্ছেন।
অতিমাত্রায় সাবধান থাকা
অনলাইনে মন্দ মানুষের ছড়াছড়ি। তাই ভালোলাগার চেয়ে অতিমাত্রায় সাবধানতা অবলম্বনই বেশি প্রয়োজন হয়। ভালো কেউ বন্ধুত্ব করতে চাইলেও সেখানে মন্দ কিছুর আশঙ্কায় সাবধান হয়ে যেতে হয়। আর এই অতিমাত্রায় সাবধান থাকার কারণে মনেও এক ধরনের চাপ সৃষ্টি হয়।