উত্তাল সমুদ্রের মধ্যে সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে একান্তে কাটাতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা। আরব সাগরের দোলার মাঝে খেতে পারবেন ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান কিংবা চাইনিজ। তার সঙ্গে থাকছেন মারাঠী খানা-পিনা। মুম্বাইয়ের আরব সাগরে এমনই এক রেঁস্তোরা ভাসতে দেখা যাবে।
মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশেন আরব সাগরে ভাসিয়ে দিল সাঁতার কাটা রেঁস্তোরা। আনুষ্ঠানিকভাবে শুক্রবার রাতে এই ভাসমান রেস্টুরেন্ট যাত্রা শুরু করল।
এই রেঁস্তোরায় স্কাই ডেকে খানাপিনা করা যাবে খোলা আকাশের নীচে। এছাড়াও রয়েছে থ্রি টায়ার লাক্সারি ডাইনিং জাহাজ। তারমধ্যে পাওয়া যাবে ক্লাব লাউঞ্জ।
এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও, তা সাধারণের জন্য খুলে দেয়া হবে এই বছরের ১৫ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কবিতা বর্মা, মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী ছদন ভুজবল সহ আরও অনেকে।