স্বামী-স্ত্রী পরস্পরের কাছ থেকে কতটুকু দূরত্ব রেখে ঘুমায় তা-ই তাদের দাম্পত্য জীবনের সুখের মাত্রা বলে দেয়। যেসব দম্পতি পরস্পরের কাছ থেকে এক ইঞ্চির চেয়ে কম দূরত্বে থেকে ঘুমায় সেসব দম্পতির সুখী হওয়ার সম্ভাবনা বেশি। ব্রিটিশ এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় গবেষণাটি পরিচালনা করে। এগারশ' ব্যক্তির উপর এটি চালানো হয়। এতে দেখা যায়, যেসব দম্পতি পরস্পরের কাছ থেকে এক ইঞ্চির কম দূরত্ব রেখে ঘুমায় দাম্পত্য জীবনে তাদের সুখী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যারা পরস্পরের সংস্পর্শে থেকেমুখোমুখি করে ঘুমায় তারা সবচেয়ে বেশি সুখী বলে গবেষণাটিতে দেখা যায়।
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রফেসর রিচার্ড ওয়াইজম্যান বলেন, গবেষণায় দেখা যায় ৯০ শতাংশের বেশি দম্পতি যারা একে অপরের সংস্পর্শে থেকে রাতযাপন করে তারা তাদের সম্পর্ক নিয়ে সুখী।
গবেষণার প্রাপ্ত ফলাফলে এও দেখা যায় যে, যেসব ব্যক্তি তাদের পার্টনারের খুব ঘনিষ্ঠে থেকে ঘুমায় তাদের মিশুক, সামাজিক ও আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা বেশি।
আর যারা বাকা হয়ে ঘুমান তারা সিদ্ধান্তহীন, উদ্বিগ্ন পরায়ণ ও সমালোচনার ক্ষেত্রে খুব সংবেদনশীল বলেও গবেষণাটিতে দেখা যায়।