আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে একটি টুইটার অ্যাকাউন্ট এখন জনপ্রিয়তার শিখরে। @HiddenCash-- এই অ্যাকাউন্টটি যিনি হ্যান্ডেল করছেন, তিনি অজ্ঞাত ব্যক্তিদের একটি ক্লু দিচ্ছেন। সেই ক্লু বুঝে সঠিক জায়গায় পৌঁছতে পারলেই আপনার হাতে আসবে নগদ-নারায়ণ।
@HiddenCash এখনও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে ৫০০০ ডলার বিলি করেছে। তবে কোনও লাভের আশায় এই টাকা বিলি নয়। বরং মহত্ উদ্দেশ্যই এর পিছনে কাজ করছে। এখন পর্যন্ত এই অ্যাকাউন্টটিকে ২,৩৯,০০০ জন ফলো করছেন।
এখন পর্যন্ত যে জায়গাগুলির ক্লু দেওয়া হয়েছে, সেগুলি হল প্যালেস অফ ফাইন আর্টস এবং গোল্ডেন গেট ব্রিজ।
একটি ম্যাগজিনে প্রকাশিত খবর অনুযায়ী এই অ্যাকাউন্ট যিনি চালাচ্ছেন তিনি রিয়েল এস্টেটে অনেক অর্থ আয় করেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি মানুষের সাহায্য করতে চান। তবে তিনি এ-ও স্পষ্ট জানিয়ে দেন যে, এটি কোনও লটারির টিকিট নয়।