এবার তেরো বছরের কম বয়সীরাও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে তেরো বছরের কম বয়সীরা নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে এক্ষেত্রে একটি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো অভিভাবকদের সম্পূর্ণ তদারকিতে খুলতে হবে এই অ্যাকাউন্ট।
ফেসবুকের সিইও মার্ক জুকেরবাগের কড়া নির্দেশ, মা-বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমতি এলে তবেই খোলা যাবে ক্ষুদের প্রোফাইল। তারাই ঠিক করে দেবেন অ্যাকাউন্ট সেটিংস, ফ্রেন্ড-লিস্টের সংখ্যা এমনকি অ্যাপ্লিকেশনও। যদিও এই সম্মতি পেতে হলে চিলড্রেন্স অনলাইন প্রাইভেট প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ), ১৯৯৮ আইনের অধীনস্থ নিয়মাবলী মেনে চলতে হবে। এই আইন ২০১৩ সালে প্রবর্তিত করা হয়েছিল।