মঙ্গল গ্রহে আগামী ২০৩৫ সাল নাগাদ মানুষ যেতে পারবে বলে সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে নাসা।
নাসার প্রধান বিজ্ঞানী অ্যালেন স্টোফেন জানান, 'আগামী দুই দশকের মধ্যে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। আর এবিষয়ে নাসা বেশ জোরেসোরেই কাজ করে যাচ্ছে।'
অ্যালেন স্টোফেন আরও জানান, 'মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর বিষয়টি নাসার জন্য একটি বিশাল পরীক্ষা। কিন্তু সকল প্রাযুক্তিক সুবিধা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মানুষের মঙ্গলে যাওয়ার বিষয়টি এখনও অনেক দূরের পথ। তবে আশা করা যায় আগামী ২০৩৫ সাল নাগাদ আমরা এই পরীক্ষায় সফল হবো।'
নাসার বিবৃতিতে আরও জানানো হয়, 'প্রথমে যারা মঙ্গলগ্রহে যাবেন তাদের সেখানে থাকার দরকার হবে না। কিন্তু আমরা ধীরে ধীরে সেখানে একটি আউটপোস্ট বানানোর চিন্তা করবো। এরপর যদি মঙ্গলে যাওয়া মানুষ পৃথিবীতে ফিরে আসতে চায় তাহলে তাদের ফিরিয়ে আনা হবে। তবে মঙ্গলে মানুষ বসবাসের উপযোগি পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে নাসা মনে করে।'