রোজকার যুদ্ধের ডামাডোলে থাকা ফিলিস্তিনিতে এক নারী গড়েছেন এক অনন্য বাগান। বাগানটি হলো একটি গ্রেনেড বাগান। ওই নারী গ্রেনেডের শেল বা খোলসে ফুলের চারা লাগিয়ে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
রামাল্লাহ শহরের বিলিন নামক এলাকার ওই নারী সংঘর্ষের পর পড়ে থাকা গ্রেনেডগুলো কুড়িয়ে তাতে ফুল গাছ লাগিয়ে দেন তিনি। প্রতিদিন এই বাগানের পরিচর্যা করেন। তার এই পরিচর্যার ফলশ্রুতিতে গ্রেনেডের বুকে ফুটে উঠেছে ফুল। এ যেন এক ঐশ্বরিক শান্তির বার্তা।