জার্মানির অ্যাডলফ হিটলার ইতিহাসের খলনায়ক হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অত্যন্ত ক্ষমতাধর এক শাসক তিনি। অথচ তিনিই কিনা ব্যবহার করতেন খুবই সাধারণমানের একটি টেবিল। এটিতে বসেই উগ্র জাতীয়তাবাদী এই নেতা তার জীবনের স্মরণীয় ও বড় বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। হিটলারের ব্যবহৃত টেবিলটি সম্প্রতি খুঁজে পেয়েছে জার্মান সরকার।
বিভিন্ন সময়ে প্রায় দুই হাজার চেয়ার-টেবিল জার্মান সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে এই টেবিলটি জার্মান সরকার ফিরে পাওয়ার পর থেকেই সরকারি গুদামে ফেলে রেখেছিল। ১৯৩৭ সালে চারটি ড্রয়ার সম্বলিত এই টেবিলটি নির্মাণ করা হয় যা দীর্ঘদিন হিটলার ব্যবহার করেন।
সংবাদমাধ্যম জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিনিরা টেবিলটি দখল করে তাদের সৈন্যদের ব্যবহারের জন্য দেয়। হাজার গুণ বেশি দাম পাওয়া গেলেও তখন এটা বিক্রি করা হবে না বলেও জানায় দেশটি। বর্তমানে টেবিলটি জার্মানির বার্লিনের কাছাকাছি ওয়েসেনসির একটি গুদামে রাখা আছে। বিশ্বযুদ্ধের পর টেবিলটির ছবি এই প্রথম প্রকাশ করা হলো।