মিসরে নতুন নয়টি মমির সন্ধান পাওয়া গেছে। সম্রাট তৃতীয় হাকাইবের সমাধির অক্ষত একটি কক্ষ থেকে মমিগুলো উদ্ধার করা হয়। মিসরের দক্ষিণাঞ্চলের শহর আসওয়ান থেকে স্পেনের প্রত্নতত্ত্ববিদদের একটি দল এ মমিগুলো উদ্ধার করেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মমিগুলো খ্রিস্টপূর্ব ২০৫০ থেকে খিস্টপূর্ব ১৭৫০ সালের মধ্যকার। অনুসন্ধানকারী দলটি একশ বছরের মধ্যে প্রথমবারের মতো মিসরের মধ্যবর্তী সাম্রাজ্যের কোনো সম্রাটের সমাধির খোঁজ পেয়েছেন বলে জানিয়েছেন প্রকল্পটির পরিচালক আলেজান্দ্রো জিমেনেজ।
মমির সঙ্গে খুঁজে পাওয়া জিনিসের মধ্যে একটি চাকুও মিলেছে। মিসরের দক্ষিণাঞ্চলের আদিবাসী সম্প্রদায় যে কৌশলে চাকু তৈরি করত সে ধরনেরই চাকু এটি।