আকাশে ঝুলে আছে রেস্তোরাঁটি। প্রিয় খাবারটি খাচ্ছেন ঝুলতে ঝুলতে। এমনই একটি রেস্তোরাঁ রয়েছে বেলজিয়ামের ব্রাসেলস শহরে। এই রেস্তোরাঁয় আকাশে উড়তে উড়তে নৈশভোজ করার আয়োজন করা যায়। সর্বোচ্চ ২২ জন একসঙ্গে বসে এখানে নৈশভোজ করতে পারেন।
রেস্তোরাঁর ২২টি আসন পূরণ হওয়া মাত্র ১৫০ ফুট উপরে নেওয়া হয় রেস্তোরাঁটি। তারপর পরিবেশন করা হবে খাবার। বৃষ্টিতে যেন সমস্যা না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা আছে। রেস্তোরাঁর উপরে ছাউনির ব্যবস্থা আছে এবং পাশ থেকে প্লাস্টিক নেমে আসবে।