মিরর ট্রেনিং কোম্পানী যুদ্ধক্ষেত্রে বোমাকে নিস্ক্রিয় করার একটি নতুন প্রযুক্তি তৈরি করেছে। মোশান কন্ট্রোল ইন্টারফেস এবং রোবটিক বাহু ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিতে।
রোবটিক বাহুর মাধ্যমে বোমাকে নিস্ক্রিয় করার পদ্ধতি অনেক আগে থেকেই ছিল। কিন্তু মানুষের হাতের মতো নিখুঁতভাবে সিনক্রোনাইজ করার বিষয়টি এবারই প্রথম করা হয়েছে।
কোম্পানীর প্রধান নির্বাহী লিজ অ্যালিস বলেন, 'আমাদের কোম্পানীটি এমন একটি বাহু তৈরি করেছে যা বলতে গেলে মানুষের বাহুর মতোই ব্যবহার করা যায় শুধু পার্থক্য হলো এটি একটি রোবটিক বাহু। আমরা একে বলে থাকি তোমার রোবটকে পরিধান করো। এই প্রযুক্তিটি বোমা নিস্ক্রিয় করা থেকে শুরু করে বিপদজ্জনক কাজে ব্যবহার করা যাবে।'
অ্যালিসি আরও বলেন, 'এই রোবটিক বাহুটি ব্যবহার করে একজন বোমা নিস্ক্রিয়বিদ খুব সহজেই সাধারণ বোমা নিস্ক্রিয় করার পদ্ধতির চেয়ে দিগুণ গতিতে বোমা নিস্ক্রিয় করতে পারবে। বোমা নিস্ক্রিয়বিদ যখন এই রোবটিক বাহু দ্বারা দূর থেকে কাজ করবেন তিনি বুঝতেই পারবেন না তিনি রোবটিক বাহু দ্বারা কাজ করছেন।'