চাঁদ সম্পর্কে বিজ্ঞানীদের হাতে উঠে এসেছে নতুন তথ্য। তারা প্রমাণ পেয়েছেন যে, কয়েক লাখ বছর আগে চাঁদের ভেতর থেকে ভিন্ন এক জগৎ আছড়ে পড়েছিল পৃথিবীতে। বিজ্ঞানীরা বিস্ময়কর সেই ভিন্ন জগতের নাম দিয়েছেন 'থিয়া'।
প্রাচীন গ্রিক মিথ অনুসারে চাঁদ ও নৈশব্দের দেবী 'থিয়া' এর নামানুসারেই অজানা সেই জগতের নামকরণ করা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৬০ ও ৭০ এর দশকে চাঁদে মার্কিন অভিযানে পাওয়া নমুনা ও তথ্য বিশ্লেষণ করে তারা 'থিয়া' নামের ওই ভিন্ন জগতের প্রমাণ পেয়েছেন। এর ফলে চাঁদের জন্ম নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে।