বর্তমানে পৃথিবীর সবচেয়ে বৃদ্ধিমান শিম্পাঞ্জি ভাবা হচ্ছে 'কানজি'কে। কারণ, কথা বলার পাশাপাশি রান্না, গান বাজানো ও কম্পিউটারও চালাতে পারে সে!
৩৩ বছর বয়সী বিস্ময়কর ওই শিম্পাঞ্জিকে সম্প্রতি বিবিসির একটি অনুষ্ঠানেও দেখানো হয়েছে।
বর্তমানে ফ্রান্সে অবস্থানরত ওই শিম্পাঞ্জির জন্মভূমি কঙ্গো। এ প্রজাতির শিম্পাঞ্জির অস্তিত্ব বর্তমানে শুধু কঙ্গোতেই রয়েছে।
কানজি নামের ওই শিম্পাঞ্জি প্রায় ৫০০টি ইংরেজি শব্দ ব্যবহার করে কথা বলতে পারে। আর বুঝতে পারে প্রায় তিন হাজার ইংরেজি শব্দ। কথা বলার পাশাপাশি রান্নাও করতে পারে কানজি।
তবে সবচেয়ে অবাক করা বিষয় হল কানজির আধুনিক প্রযুক্তির ব্যবহার। যেখানে পৃথিবীর অনেক লোক কম্পিউটার ব্যবহার করতে জানে না, সেখানে দিব্যি কম্পিউটার চালিয়ে যাচ্ছে কানজি! কম্পিউটারের মাধ্যমে গান বাজানো ও চ্যাট করতে জানে সে।