ইকুয়েডে বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। পেপার বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। বেচা বিক্রিও কমে যায় খবরের কাগজের।
এই কঠিন সমস্যা থেকে মুক্ত পেতে নতুন একটি পদ্ধতি বের করেছে ইকুয়েডেরের এক্সাটা'র নিউজপেপার কর্তৃপক্ষ। তারা তৈরি করে ফেলেছে এমন একটা নিউজ পেপার যেটা ব্যবহার করা যায় ছাতা হিসাবেও!
বৃষ্টির দিনে সঙ্গে ছাতা না থাকলে হাতের কাছে থাকা পেপারই তখন একমাত্র ভরসা। এই সংবাদপত্র পানিতে ভিজবে না!
এই 'ছাতা নিউজপেপার' বা 'আম্ব্রেলা নিউজপেপার' এর উদ্ভাবন করেছে ইকুয়েডেরের এক্সাটা'র নিউজপেপার কর্তৃপক্ষ। বৃষ্টির সময়ে তারা স্পেশাল এডিশন বের করেছে যা সম্পূর্ণ লেমিনেশন করা!