অনলাইনে সেবা নিশ্চিত করতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস-এর সঙ্গে সমঝোতা চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি)। গতকাল বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় গুলশানের এমটিবি সেন্টারে ‘অনলাইন পেমেন্ট’ সেবা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে এমটিবি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরা এসএসএল কমার্স-এর সঙ্গে অধিভুক্ত ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এমটিবি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরা স্থানীয় যেকোনো বিমান কোম্পানির টিকেট ক্রয়, হোটেল বুকিং, বিভিন্ন রেস্তোরাঁর খাবারে অর্ডার/বুকিং, মোবাইলে ও ইন্টারনেট অর্থ রিচার্জ, অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সুবিধা পাবেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান এবং এসএসএল ওয়্যারলেস এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এমটিবি’র গ্রুপ চিফ ইনফরমেশন অফিসার মো. শাহ্ আলম পাটোয়ারি, এমটিবি অল্টারনেট ডেলিভারি চ্যানেল (এডিসি)-এর প্রধান মো. নাজমুল হুদা সরকার, এসএসএল ওয়্যারলেস-এর মহাব্যস্থাপক আশিস চক্রবর্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।