বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই। ১৭৭৬ সালের এই দিনে দেশটি ব্রিটিশদের অধীন থেকে মুক্ত হয়। আর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করায় প্রতি বছর ৪ জুলাই দেশটিতে জাতীয় ছুটি পালিত হয়। এ ছাড়া দিনটিকে পালনের জন্য থাকে নানারকম আয়োজন। এসবের মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কনসার্ট, বারবিকিউ, বনভোজন ও পারিবারিক সম্মিলন।
আমেরিকা বিপ্লবের মাধ্যমে ১৭৭৬ সালের ২ জুলাই গ্রেট ব্রিটেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ১৩ টি উপনিবেশ মুক্ত হয়। এরপর ৪ জুলাই চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া দিনটি আরও নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রে একমাত্র স্বাক্ষরকারী দুজন জন এডামস ও থমাস জেফারসন একইদিন অর্থাৎ ১৮২৬ সালের ৪ জুলাই মারা যান। ওই বছর ছিল স্বাধীনতার ৫০ বছর। এ ছাড়া অন্যতম প্রতিষ্ঠাতা জনক জেমস মনরো, যিনি পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনিও মারা যান ৪ জুলাই। তবে সালটি ছিল ১৮৩১।
বিডি-প্রতিদিন/ ০৪ জুলাই, ২০১৫/ রোকেয়া।