উদ্যানের গন্ডারের নিরাপত্তায় কারিনা ও বাবলি নামের দুটি স্নাইপার ডগকে মোতায়েন করা হলো। একজন বডিগার্ড কম থাকায় এমন ব্যবস্থা নিলেন ভারতের আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
কুকুর দুইটির একটি জার্মান শেফার্ড আর অপরটি বেলজিয়াম শেফার্ড প্রজাতির। এই দুই স্নাইপার ডগ চোরা শিকারিদের মোকাবিলার জন্য একমাসের ট্রেনিংও সাফল্যের সঙ্গে শেষ করেছে। এবার শুধুই কাজে যোগ দেওয়ার আপেক্ষা।
পাঁচ বছর আগের কথা। স্লোভাকিয়া থেকে নিয়ে আসা হয় উদ্যানের প্রথম স্নাইপার ডগ জোরবাকে। তারপর থেকে জোরবার একাই চোরাশিকারির হাত থেকে গণ্ডার রক্ষার দায়িত্ব পালন করেছে। কাজিরাঙা কর্তৃপক্ষের দাবি, তাদের পাঁচ বছরের অভিজ্ঞতা ভালই। চোরাশিকারিদের মোকাবিলায় স্নাইপার ডগদের সাফল্যের হারও ৬০ শতাংশ। তাই আরও দুই নতুন স্নাইপার ডগ রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা
বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৫/ রশিদা