নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা দিয়ে বলেছিলেন, "উই ডিড ইট" (আমরা পেরেছি)। ৪৬ বছর আগে আজকের দিনে প্রথম পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে পা রেখেছিলেন মানুষ।
১৯৬৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল এরোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) বিশ্বের দরবারে নতুন দিগন্ত খুলে দেয়। চেনা গণ্ডি পেরিয়ে মানুষ মহাকাশ পাড়ি দেয় চন্দ্রাভিযানে। ঠিক আজকের দিনেই চাঁদে পা রেখেছিলেন তিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স।
সেদিন নাসার তিন মহাকাশচারীকে নিয়ে কেনেডি LC-39 A থেকে পাড়ি দেয় অ্যাপেলো ইলেভেন। ঘড়িতে তখন ভারতীয় সময় সন্ধ্যা ৭.০২। নীল আর্মস্ট্রং তার বাঁ পা প্রথম চাঁদের বুকে পা রেখে বললেন, "উই ডিড ইট"। প্রায় আড়াই ঘণ্টা ঘুরে বেড়ালেন তিনি। অলড্রিনও মহকাশ যান থেকে নেমে কিছুক্ষণ ঘুরলেন। সংগ্রহ করলেন সাড়ে ২১ কেজির 'পরশপাথর'।
বিডি-প্রতিদিন/ ২১ জুলাই, ২০১৫/ রশিদা