জাপানের টোকিওর একটি পার্কে পৃথিবীর সবচাইতে পুরনো ও বড় প্রজাতির ফুল 'টাইটান আরুম' ফুটেছে। বিবিসি বলছে, পাঁচ বছরে প্রথমবারের মতো ফুটেছে এই ফুল।
প্রায় দুই মিটার বা সাড়ে ছয় ফুট উচ্চতার এই ফুলের বৈজ্ঞানিক নাম টাইটান আরুম। কদাচিত এটি ফোটে।
ফুলটি দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন ভিড় করছে। ফুলটি দেখার জন্য আগ্রহী দর্শনার্থীর কথা ভেবে জিন্দাই বোটানিকাল কর্তৃপক্ষ প্রদর্শনীর সময় বাড়িয়েছে।
জাপানের কিয়োডো সংবাদ সংস্থার খবরে বলা হয়, এই ফুল প্রস্ফূটিত অবস্থায় এক-দুই দিনের বেশি থাকে না। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এই ফুলের প্রজাতির আদি নিবাস।
সুমাত্রায় সমুদ্রপৃষ্ঠের ৪০০ থেকে ১২০০ ফুট উচ্চতায় পাহাড়ের ধাপে জন্মায় এই ফুলের গাছ। তবে ওই অঞ্চলে ব্যাপকভাবে বনায়ন ধংসের কারণে এই প্রজাতিটি হুমকির মুখে পড়েছে।
বিডি-প্রতিদিন/২৫ জুলাই ২০১৫/ এস আহমেদ