গত ১৪ বছরে ভারত ছেড়েছেন ৬১ হাজার ধনকুবের। সেখানকার উচ্চবিত্তদের পছন্দের জায়গা এখন পরদেশ। দেশ ছেড়ে লন্ডন ও যুক্তরাষ্ট্রে থাকাকেই বেশি নিরাপদ মনে করছেন ভারতের নব্য কোটিপতিরা।
বলিউডের সুপার হিট হিন্দি ছবির চরিত্রদের অনেকেরই বাস লন্ডন ও যুক্তরাষ্ট্রে। সেখানে কোন অবরোধ নেই। পরীক্ষার ফল বিভ্রাটও নেই। চাকরি প্রার্থীদের ব্যাপম বা টেট কেলেঙ্কারির ফাঁদে পরতে হচ্ছে না। সাগরপারের জীবনে চারদিকে ফিল গুড ফ্যাক্টর। আর এই ফিল গুড জীবনের ডাকেই প্রতি বছর হাজার হাজার ভারতীয় উচ্চবিত্ত পারি দিচ্ছেন বিদেশে।
গত ১৪ বছরে যেসব ভারতীয় মিলিয়নিয়ার বিদেশে পাড়ি দিয়েছেন, এদের সম্পত্তির পরিমান কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার। বেশিরভাগের গন্তব্য ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউএই, অস্ট্রেলিয়া। বিদেশ পাড়ি দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয়রা। প্রথম স্থানে রয়েছে চীন। একই সময়ে দেশে ছেড়েছেন ৯১ হাজার চীনা নাগরিক। আর সবচেয়ে বেশি ভিনদেশি উচ্চবিত্তের ঠিকানা হয়েছে ব্রিটেনে।
কিন্তু কেন ভারতীয়দের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। উচ্চ হারে আয়কর, নিরাপত্তার অভাবেই দেশ ছাড়ছেন অনেকে। আবার অনেকে দেশ ছাড়ছেন সন্তানের শিক্ষার জন্য। তবে যেভাবে বিদেশে পাড়ি জমানোর প্রবনতা বাড়ছে তাতে অচিরেই এই সংখ্যাটি লাখ ছাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৫/ রোকেয়া।