সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে মাদক মামলায় দোষী সাব্যস্ত হলেন কলম্বিয়ার সুন্দরী জুলিয়ানা লোপেজ। বৃহস্পতিবার তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চিনের একটি আদালত।
২২ বছর বয়সী এই কলম্বিয়ান সুন্দরী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে গত মাসের মাঝামাঝি চীনে যান। গত ১৮ জুলাই জুলিয়ানাকে চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে গ্রেফতার করে চীনের পুলিশ। জুলিয়ানার কম্পিউটার থেকে ‘সাইকোঅ্যাক্টিভ’ মাদক পায় চীনের পুলিশ।
এধরনের মাদক চীনে নিষিদ্ধ। চীনে এসব মাদক রাখার জন্য মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সাজা হয় অপরাধীর।
এদিকে জুলিয়ানাকে মুক্ত করতে তার পরিবার চীনের কলম্বিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাহায্য নিচ্ছে জুলিয়ানার পরিবার।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ