মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্মাডিলোকে গুলি করতে গিয়ে নিজেই আহত হলেন এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ঘটনাটা স্যোশাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলে।
আর্মাডিলোর উৎপাতে অতিষ্ঠ হয়ে ওই ব্যক্তি .৩৮ পিস্তল নিয়ে প্রাণীটিকে উদ্দেশ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। কিন্তু গুলি আর্মাডিলোর গায়ে না লেগে বুমেরাং হয়ে ফিরে এসে ওই ব্যক্তির চোয়ালে গেঁথে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এর আগে আর্মাডিলো মারতে গিয়ে গুলিতে আহত হয়েছেন জর্জিয়ার এক ৫৪ বছর বয়সী নারী। ল্যারি ম্যাকইলোরি নামের এক ব্যক্তি নাইন-এমএম পিস্তল দিয়ে আর্মাডিলোকে লক্ষ্য করে গুলি করলে গুলি বুমেরাং হয়ে তার শাশুড়ির শরীরে লাগে।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৫/ রশিদা