হ্যাপি হরমোন মানুষকে শুধু সুখিই করে না, ক্যান্সারও সারিয়ে তোলার ক্ষেত্রেও কাজ করে। চিকিত্সার পরিভাষায় এটি ডোপেমাইন হরমোন নামে পরিচিত। হ্যাপি হরমোন ব্যবহার করে ক্যান্সার চিকিত্সায় যুগান্তকারী সাফল্য পেলেন কলকাতার একদল বিজ্ঞানী। অদূর ভবিষ্যতেই ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিত্সায় আর কেমো থেরাপির মতো ব্যয়বহুল চিকিত্সার প্রয়োজন পড়বে না।
বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সারের টিউমার বিনাশ করতে অসাধারণ কাজ করে হ্যাপি হরমোন। বিজ্ঞানী পার্থ দাশগুপ্ত ও সুজিত বসু জানাচ্ছেন, ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে সাফল্য মিলেছে। দেখা গেছে, হ্যাপি হরমোন প্রয়োগে ক্যানসারের টিউমার নষ্ট হয়ে যাচ্ছে। এবার মানুষের উপর প্রয়োগ করা হবে। যদি সাফল্য আসে, তাহলে কেমো থেরাপির মতো খরচসাপেক্ষ চিকিত্সা আর দরকার হবে না। কেমো থেরাপিতে যেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়, সেখানে মাত্র ২৫ টাকাতেই ডোপামাইনের ভায়াল বা বোতল পাওয়া যায়।
কলকাতা শহরের অঙ্কলজিস্ট গৌতম মুখোপাধ্যায়ের কথায়, 'ডোপেমাইনের ফ্লাকচুয়েশনের ফলে পারকিনসন'স-এর মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এ বিষয়ে আরও পরীক্ষা ও গবেষণা জরুরি।'