সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমত শোরগোল পড়ে গেছে অদ্ভুত দর্শন এক কঙ্কালকে নিয়ে। গ্রেটার ম্যাঞ্চেস্টারের রোচডালে হোলিংওর্থ লেকে দেখা গেল এটি। ৫ ফুট লম্বা, একেবারে ধারালো দাঁতের অধিকারী এই কঙ্কালটি কোনও অজানা প্রাণীর নাকি চেনা-অচেনা কোনও মাছের তা নিয়ে রীতিমতো জল্পনা-কল্পনা চলছে।
অদ্ভুত দর্শন এই কঙ্কালের ছবি প্রকাশের পরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলোচনার ঝড় বইছে। অনেকের দাবি এটা কোনও রূপকথায় লেখা গল্পের প্রাণী। অবশ্য বিজ্ঞানীরা এই কঙ্কালটিকে একটু অন্য জাতের বান মাছের হতে পারে বলেও ভাবছেন। কবে এই প্রাণীটি মারা গিয়েছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চেনা কোনও মাছ বা প্রাণীর কঙ্কাল বা মৃতদেহ ওটা নয়।
বিডি-প্রতিদিন/ ০৬ আগস্ট, ২০১৫/ রশিদা