সবচেয়ে জনবহুল শহর, সেরা ধনী শহর, সবচেয়ে আকর্ষণীয় শহর-এই রকম বিভিন্ন বৈশিষ্টসম্পন্ন শহরের কথাই অামরা সচরাচর শুনে থাকি। আর এমনটা হওয়াও স্বাভাবিক। তবে তাই বলে শুধু যমজদের শহর! সত্যিই এমনটা হচ্ছে। খোদ মার্কিন মুল্লুকেই এমন শহরের খোঁজ মিলেছে যেখানে নাকি শুধু যমজরা থাকে! আসলে বসবাস বা থাকে বলাটা ভুল হবে কারণ মূলত বিভিন্ন বয়সী যমজনরা বছরের কোনো একটি দিনে একত্রে জড়ো হয় কোনো একটা জায়গায়। অার সে জায়গাটি হলো ওহাইও রাজ্যে টুইন্সবার্গ শহর। 'টুইনজ ডে' নামে একটি দিবস উদ্দেশ্যে করে তারা একত্রে সমবেত হয়। এবার ৪০তম দিবস উদযাপিত হয়। বরাবরের মতো এবারও কয়েক হাজার যমজের সমাবেশ ঘটেছিল। এদের সবাই দেখতে একই রকম। যাদের বয়স ছিল বয়স আট থেকে আশি। হুবহু দেখতে একই রকম মানুষগুলোকে চেনা সত্যিই দায়। শুধু স্থানীয় নয়, বিভিন্ন দেশ থেকেও যমজরা এতে অংশ নিয়ে থাকে। নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে দিবসটি উদযাপন করে তারে।
১৯৭৬ সালে শুরু হয় 'টুইন ডে' ফেস্টিভ্যাল। অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ নানা দেশের যমজরা জড়ো হন এই ফেস্টিভ্যালে। মজার পোশাক আর দেদার আনন্দে মাতোয়ারা হন এই যমজ মানুষগুলো।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট ২০১৫/শরীফ