ভারতের কলকাতার আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তারা মহাদুশ্চিন্তায় পড়েছেন। কারণ তারা ১০ বছর বয়সী বাঘটিকে যৌনমিলন করানোর জন্য গত ছয় মাস ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কিন্তু 'বিশাল' নামের দুর্লভ এই বাঘটি যৌনমিলনে আগ্রহী নয়।
চিড়িয়াখানার কর্তৃপক্ষ সাদা বাঘের খাঁচার পাশে রেখেছে বাঘিনী 'রূপা'কে। 'রূপা' মাঝে মাঝেই বিশালের সঙ্গে মিলিত হবার জন্য কয়েকবার চেষ্টা করলেও 'বিশাল' তাতে সাড়া দেয়নি।
বিশালকে যৌন ইচ্ছা বাড়ানোর ওষুধ খাওয়ানো হয়েছে। তারপরও কাজ হয়নি। অথচ চিড়িয়াখানায় এখন প্রজননসক্ষম পুরুষ বাঘ এই একটিই রয়েছে।
বাঘের প্রজননের জন্য সঠিক বয়স হলো ৫ বা ৬ বছর। সাত-আট বছর বয়েস পর্যন্তও বাঘের যৌন সক্ষমতা থাকে। আর বিশালের বয়স এখন ১০। তাই বিকল্প হিসেবে আরেকটি উপায় ভাবছেন এখন কর্মকর্তারা। চিন্তা ভাবনা করছেন 'রানী' নামের আরেকটি রয়েল বেঙ্গল বাঘিনীর সঙ্গে বিশালের পরিচয় করিয়ে দেয়া হবে কিনা। রানীর চেহারা রূপার চাইতে সুন্দর। রানীর খাঁচার অবস্থান বিশালের খাঁচার চাইতে দূরে। পরিকল্পনা উচ্চপর্যায় কর্তৃক অনুমোদন পেলে রানীকে বিশোলের নিয়ে আসা হবে।
বিডি-প্রতিদিন/ ১২ আগস্ট, ২০১৫/ রশিদা