বিশ্বজুড়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় নিশ্চিন্ত হওয়ার সুযোগ কম থাকায় পুলিশের পক্ষ থেকে মন্ত্রীদের সাবধান করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রীদের কাছে পুলিশের পাঠানো সতর্কবার্তার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। নেপাল আইন কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে গতকাল নিজ দফতরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাপারটা হচ্ছে, ১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনার থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মন্ত্রী বলেন, যখনই যে তথ্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সেসব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির কমিশনার আমাদের জানিয়েছিলেন, যে তাদের কাছে ‘এই সংবাদ’ আছে। সেই সংবাদ অনুসারে আমরা যেন একটু সাবধান হই। সতর্কতার কারণে মন্ত্রীরা চলাফেরা সঙ্কুচিত করছেন কি না এ বিষয়ে আনিসুল বলেন, সঙ্কুচিত বলব না। এরপরও শহীদ মিনারে র্যালি হয়েছে। এগুলো করার সময় যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ততটুকু সাবধানতা যেন অবলম্বন করা হয়। তবে নিজে এখনো শঙ্কা বোধ করছেন না বলে তিনি জানান। মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না— এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় না যে আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আছে, তা আমরা মনে করি পর্যাপ্ত আছে। সারা দেশের লোককে নিরাপত্তা দেওয়ার জন্য যা করা প্রয়োজন, যে জনবল নিয়োগ করা প্রয়োজন, সেটা করা হচ্ছে। আমার মনে হয় যে, এই থ্রেটটা অনেকটা কমে এসেছে। বিশ্বজুড়ে হামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আপনারা দেখেছেন, ফ্রান্সে কী ঘটেছে, যুক্তরাষ্ট্রে কী ঘটছে। সেক্ষেত্রে আমার মনে হয়, আমাদের কিন্তু নিশ্চিত হওয়ার অবকাশ খুব কম। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। সবাইকে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছি।
শিরোনাম
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
- সরাইলে দক্ষ সমবায়ী গঠনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
- সিলেটে আওয়ামী লীগ নেতা খুন: ছেলে ৩ দিনের রিমান্ডে
- সত্যিই কি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন ও পাকিস্তান?
- বরিশালে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশ
- বিজয় হত্যা মামলা: সাবেক এমপি মিল্লাতসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
- গাইবান্ধায় বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২
- মেহেরপুরে সদর উপজেলার উদ্যোগে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরণ
- কমলা হ্যারিসকে প্রার্থী করা ভুল ছিল: জর্জ ক্লুনি
- এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব, ১ ট্রিলিয়ন ডলারে বানাচ্ছে ডেটা সেন্টার
- দিনাজপুরে দ্বিতীয় দিনেও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান
- স্পেনের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নজিরবিহীন বিচার শুরু
- নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভার নির্দেশ ইসির
- বাজুসের নতুন প্রেসিডেন্ট এনামুল হক খান
সাবধানতা অবলম্বন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর