বিশ্বজুড়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় নিশ্চিন্ত হওয়ার সুযোগ কম থাকায় পুলিশের পক্ষ থেকে মন্ত্রীদের সাবধান করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রীদের কাছে পুলিশের পাঠানো সতর্কবার্তার বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। নেপাল আইন কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে গতকাল নিজ দফতরে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাপারটা হচ্ছে, ১ জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনার থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মন্ত্রী বলেন, যখনই যে তথ্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সেসব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপির কমিশনার আমাদের জানিয়েছিলেন, যে তাদের কাছে ‘এই সংবাদ’ আছে। সেই সংবাদ অনুসারে আমরা যেন একটু সাবধান হই। সতর্কতার কারণে মন্ত্রীরা চলাফেরা সঙ্কুচিত করছেন কি না এ বিষয়ে আনিসুল বলেন, সঙ্কুচিত বলব না। এরপরও শহীদ মিনারে র্যালি হয়েছে। এগুলো করার সময় যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ততটুকু সাবধানতা যেন অবলম্বন করা হয়। তবে নিজে এখনো শঙ্কা বোধ করছেন না বলে তিনি জানান। মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না— এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় না যে আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আছে, তা আমরা মনে করি পর্যাপ্ত আছে। সারা দেশের লোককে নিরাপত্তা দেওয়ার জন্য যা করা প্রয়োজন, যে জনবল নিয়োগ করা প্রয়োজন, সেটা করা হচ্ছে। আমার মনে হয় যে, এই থ্রেটটা অনেকটা কমে এসেছে। বিশ্বজুড়ে হামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটা আপনারা দেখেছেন, ফ্রান্সে কী ঘটেছে, যুক্তরাষ্ট্রে কী ঘটছে। সেক্ষেত্রে আমার মনে হয়, আমাদের কিন্তু নিশ্চিত হওয়ার অবকাশ খুব কম। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। সবাইকে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছি।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা