সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিক্ষোভ সত্ত্বেও পশ্চিমা টিকা নিতে নারাজ শি

বিক্ষোভ সত্ত্বেও পশ্চিমা টিকা নিতে নারাজ শি

কভিড-১৯ মোকাবিলায় চীন সম্প্রতি নানান চ্যালেঞ্জের মুখোমুখি হলেও দেশটির নেতা শি জিনপিং পশ্চিমা দেশগুলোতে বানানো টিকা নিতে রাজি নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস। রয়টার্স জানায়, চীনে এখন প্রায় প্রতিদিনই উপসর্গধারী ও উপসর্গবিহীন মিলিয়ে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত হলেও অর্থনৈতিক মন্দা ও বিধিনিষেধ নিয়ে জনঅসন্তোষের কারণে দেশটির অনেক শহর শনাক্তকরণ পরীক্ষার ?বুথ ও কোয়ারেন্টিনের কঠোর নিয়মকানুন তুলে নিচ্ছে। কিন্তু চীন এখন পর্যন্ত কোনো বিদেশি টিকাকে অনুমোদন দেয়নি। তারা নিজেদের তৈরি টিকাই ব্যবহার করছে। তবে তাদের টিকা ফাইজার, মডার্না বা অ্যাস্ট্রাজেনেকার মতো কভিডের অনেক ধরনের বিরুদ্ধে অতটা কার্যকর নয় বলে বেশকিছু গবেষণায় ধারণা মিলেছে।

সর্বশেষ খবর