Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ জুলাই, ২০১৬ ২৩:৫৮

হালদা নদীতে নৌকাডুবি, চার লাশ উদ্ধার একজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হালদা নদীতে নৌকাডুবি, চার লাশ উদ্ধার একজন নিখোঁজ

চট্টগ্রামের হালদা নদীতে নৌকাডুবিতে চারজন নিহত হয়েছে। তারা হলো— নুরুল ইসলাম (৫৫), আরমান (৭), রিজভী (১৫), ইমন (১৭)। এ ঘটনায় আবদুর রহিম (১২) নামে একজন নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে হালদা নদীর ফটিকছড়ি অংশের সুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পাঁচজন নিখোঁজ ছিলেন।

গতকাল সকালে একে একে চারজনের লাশ ভেসে ওঠে।চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, শুক্রবার হালদা নদী দিয়ে একটি নৌকা ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন থেকে যাত্রী নিয়ে সুন্দরপুর ইউনিয়ন ঘাটে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ থাকে। যেখানে নৌকা ডুবেছিল তার থেকে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে গতকাল সকালে ভাসমান মরদেহ চারটি পাওয়া যায়। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর