সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টুয়েলভ অ্যাংরিমেন

সাংস্কৃতিক প্রতিবেদক

টুয়েলভ অ্যাংরিমেন

সত্যের পথে অবিচল থাকার অনন্য শিক্ষাকে কেন্দ্র করে নাটকের দল ওপেন স্পেস থিয়েটার মঞ্চায়ন করল নাটক ‘টুয়েলভ অ্যাংরিমেন’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। রেজিনাল্ড রোজ রচিত ১৯৫৭ সালে নির্মিত বিশ্বব্যাপী সমাদৃত মার্কিন চলচ্চিত্র ‘টুয়েলভ অ্যাংরিমেন’-এর ছায়া অবলম্বনেই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। এম আরিফুর রহমানের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী আরিফুর রহমান, মেহেদী হাসান, এস এম মুসাব্বীর তানিম, সৈয়দ এজাজ আহমেদ, রায়হান, আহমেদ দীপ, আবু হাসান মাহি, ওয়ালিদ আদনান, এম আরিফুর রহমান, সীমান্ত হক, শরিফ এম তারিক, মো. নাজমুল হোসেন, ফাইরুজ আলম, আনিসুর রহমান রাব্বী প্রমুখ।

অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় গণনাট্য কেন্দ্রের নাটক ‘হালখাতা’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় স্টেজ ওয়ান ঢাকা প্রযোজিত নাটক ‘দ্য জু স্টোরি’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর