বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-শিলিগুড়ি নতুন বাস

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাবান্ধা ও ফুলবাড়ী হয়ে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটি বাস সার্ভিস ২৬ মে চালু হচ্ছে। ঢাকার কমলাপুরে এই সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সরকারি সূত্র এ তথ্য দিয়ে বলছে, গত বছর ২৩ এপ্রিল স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত-নেপাল মোটর যান চুক্তির ভিত্তিতে চালু হতে যাওয়া এই সার্ভিসের বিলাসবহুল বাস তার গন্তব্যে পৌঁছতে সময় নেবে প্রায় ১৪ ঘণ্টা। বাসে  ভাড়া প্রতি আসন ২০০০ টাকা (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ রুপি)। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ‘শ্যামলী ট্রাভেলস’ এই সার্ভিস পরিচালনা করবে। প্রতিদিন তাদের একটি বাস ঢাকা এবং শিলিগুড়ি থেকে ছাড়বে। সূত্র জানায়, কালক্রমে এই সার্ভিস নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর