শুক্রবার, ২৪ মে, ২০১৯ ০০:০০ টা
রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলায় মহড়া

রোল মডেল বাংলাদেশ

শিমুল মাহমুদ, কক্সবাজার থেকে

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্ভাব্য ভূমিধস ও দুর্যোগ মোকাবিলার একটি উদ্ধার মহড়া গতকাল কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প ১৭ এক্সটেনশনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে এই মহড়ার আয়োজন করে। মহড়া-পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের অনেক পারদর্শিতা রয়েছে। সমন্বয়ের ঘাটতি পূরণ করে দুর্যোগের  ক্ষতি কমিয়ে আনতে হবে। মহড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান, দুর্যোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাঈন উল্লাহ চৌধুরীসহ জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহড়ায় ৬৭২ জন সেনা সদস্যসহ প্রায় ১৪০০ বিভিন্ন পর্যায়ের সদস্য অংশ নেন। এই মহড়ার মধ্য দিয়ে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্পে জানমালের নিরাপত্তাসহ অন্যান্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সহজ হবে। মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, এনজিও এবং রোহিঙ্গা সদস্যরা অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর