এক মাস আগে নিখোঁজ ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন তার স্ত্রী নাসরিন জাহান স্মৃতি। তার অভিযোগ, র্যাবের এক কর্মকর্তা তার স্বামীকে অপহরণ করেছেন। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। স্মৃতি জানান, অভিযুক্ত কর্মকর্তা র্যাব সদর দফতরে কর্মরত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বামী ইসমাইল হোসেন বাতেন (৬০)। তিনি শাহ আলী মাজার-সংলগ্ন দাদা স-মিলে কাঠের ব্যবসা করতেন। ১৯ জুন সকাল ৯টায় ব্যবসার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। এ বিষয়ে শাহ আলী থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নম্বর-৮৩০। আমার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে র্যাব কর্মকর্তা কয়েকজনকে দিয়ে আমার স্বামীকে অপহরণ করিয়েছেন। ৩৫ বছর আগে আমার স্বামীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের কুকরারাই এলাকায় তৎকালীন জাগোদল নেতা ফয়েজ আহাম্মদ মিন্টু মিয়া নামে একজন খুন হন। ওই খুনের মামলায় আমার স্বামীকে আসামি করা হয়। সেই মামলায় আমার স্বামী আদালত থেকে বেকসুর খালাস পান। এর পর থেকেই আমার স্বামী ব্যবসা নিয়ে ব্যস্ত। নিহত ফয়েজ আহাম্মদ মিন্টু মিয়ার ছেলে রাসেল আহাম্মদ কবীরের সন্দেহ, আমার স্বামীই তার বাবাকে হত্যা করেছেন। আমার স্বামী নিখোঁজ হওয়ার চার-পাঁচ দিন আগে আমাকে বলেছিলেন, ওই কর্মকর্তা বিভিন্ন লোকমাধ্যমে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে বলে হুমকি দিচ্ছে। আমার স্বামী এ বিষয়ে থানায় জিডিও করতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই তিনি নিখোঁজ হয়ে যান।’ স্বামীর সন্ধান চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, নৌবাহিনী বরাবর আবেদনও করেছেন নাসরিন জাহান স্মৃতি।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
ব্যবসায়ী নিখোঁজ অভিযোগ র্যাব কর্মকর্তার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর