এক মাস আগে নিখোঁজ ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন তার স্ত্রী নাসরিন জাহান স্মৃতি। তার অভিযোগ, র্যাবের এক কর্মকর্তা তার স্বামীকে অপহরণ করেছেন। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। স্মৃতি জানান, অভিযুক্ত কর্মকর্তা র্যাব সদর দফতরে কর্মরত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার স্বামী ইসমাইল হোসেন বাতেন (৬০)। তিনি শাহ আলী মাজার-সংলগ্ন দাদা স-মিলে কাঠের ব্যবসা করতেন। ১৯ জুন সকাল ৯টায় ব্যবসার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ঘরে ফেরেননি। এ বিষয়ে শাহ আলী থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নম্বর-৮৩০। আমার ধারণা, পূর্বশত্রুতার জের ধরে র্যাব কর্মকর্তা কয়েকজনকে দিয়ে আমার স্বামীকে অপহরণ করিয়েছেন। ৩৫ বছর আগে আমার স্বামীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের কুকরারাই এলাকায় তৎকালীন জাগোদল নেতা ফয়েজ আহাম্মদ মিন্টু মিয়া নামে একজন খুন হন। ওই খুনের মামলায় আমার স্বামীকে আসামি করা হয়। সেই মামলায় আমার স্বামী আদালত থেকে বেকসুর খালাস পান। এর পর থেকেই আমার স্বামী ব্যবসা নিয়ে ব্যস্ত। নিহত ফয়েজ আহাম্মদ মিন্টু মিয়ার ছেলে রাসেল আহাম্মদ কবীরের সন্দেহ, আমার স্বামীই তার বাবাকে হত্যা করেছেন। আমার স্বামী নিখোঁজ হওয়ার চার-পাঁচ দিন আগে আমাকে বলেছিলেন, ওই কর্মকর্তা বিভিন্ন লোকমাধ্যমে তার বাবার হত্যার প্রতিশোধ নেবে বলে হুমকি দিচ্ছে। আমার স্বামী এ বিষয়ে থানায় জিডিও করতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই তিনি নিখোঁজ হয়ে যান।’ স্বামীর সন্ধান চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, নৌবাহিনী বরাবর আবেদনও করেছেন নাসরিন জাহান স্মৃতি।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু