সাভারের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুতে ফাটলের কারণে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী ও মানিকগঞ্জগামী দুটি লেনেই দীর্ঘ যানজট দেখা দেয়। এদিন রাত ১০টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ৬ কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গতকাল ভোরে ওই মহাসড়কে ৪ কিলোমিটার যানজট ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণরা। জানা যায়, বুধবার দুপুরে সালেহপুর সেতুর সাভার থেকে ঢাকাগামী লেনের বাম পাশের অংশটি দেবে যায়। এতে সেতুতে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এরপর থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে সাভারমুখী লেন দিয়ে পারাপার করানো হয়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খান জানান, নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকালে যানজট কিছুটা কমে এসেছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা জানান, দুই দিন আগে আমিনবাজারের সালেহপুর সেতুর আটটি ভিমের মধ্যে চারটিতে ফাটল দেখা দেয় এবং একপাশে দেবে যায়। তাই একপাশে যান চলাচল বন্ধ করে অন্য পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। স্থানীয়রা সেতুটি দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।