সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীর ঢল নেমেছে। স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ পাসপোর্টযাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করছেন। ফলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি ও আগামী মঙ্গলবার সরকারি ছুটি। মাঝে রবি, সোমবার ছুটি নিয়ে অনেকে পরিবার নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন চিকিৎসাসেবা নিতে ও ব্যবসায়িক কাজে। আবার অনেকে আসছেন ভারত থেকে বাংলাদেশের পূজা উদযাপন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। গত চার দিনে এ বন্দর দিয়ে ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রায় ২৬ হাজার পাসপোর্টধারী ভারতে গেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এ সময় সরকারের ভ্রমণকর বাবদ প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা আদায় হয়েছে। এদিকে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ভ্রমণ কর প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ দিন দিন বাড়লেও বাড়েনি সেবার মান। বন্ধ হয়নি দালালদের হয়রানি ও প্রতারণা। নেই পর্যাপ্ত টয়লেট, হুইল চেয়ার ও বসার জায়গা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা পাসপোর্টযাত্রীদের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সব সমস্যার সমাধান করা হবে। ভারতগামী পাসপোর্টযাত্রী সুবল দাস ও মো. আনিছুর রহমান গতকাল বলেন, পূজার ছুটিতে ভারতে যাচ্ছি। বর্তমানে ভারত ভ্রমণে বাংলাদেশ সরকারকে বন্দর টার্মিনাল চার্জসহ শিশুর জন্য ৫৫৫ টাকা ও বড়দের ১০৫৫ টাকা ভ্রমণ কর দিতে হচ্ছে। তবে ভারত ভ্রমণে ভোগান্তির শেষ নেই। বাস থেকে নেমে প্রায় রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন শেষ করতে পারিনি। পর্যাপ্ত টয়লেট ও বসার জায়গা না থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ ছাড়া দালালদের দৌরাত্ম্য খুব বেশি। এই অবস্থায় সেবা বাড়ানোর দাবি জানাচ্ছি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, স্বাভাবিক সময়ে এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার হলেও বর্তমানে পূজার কারণে এই সংখ্যা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। স্বাচ্ছন্দ্যে পাসপোর্টযাত্রীরা যাতে ভারতে যেতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু