সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীর ঢল নেমেছে। স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ পাসপোর্টযাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করছেন। ফলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি ও আগামী মঙ্গলবার সরকারি ছুটি। মাঝে রবি, সোমবার ছুটি নিয়ে অনেকে পরিবার নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন চিকিৎসাসেবা নিতে ও ব্যবসায়িক কাজে। আবার অনেকে আসছেন ভারত থেকে বাংলাদেশের পূজা উদযাপন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। গত চার দিনে এ বন্দর দিয়ে ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রায় ২৬ হাজার পাসপোর্টধারী ভারতে গেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এ সময় সরকারের ভ্রমণকর বাবদ প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা আদায় হয়েছে। এদিকে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ভ্রমণ কর প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ দিন দিন বাড়লেও বাড়েনি সেবার মান। বন্ধ হয়নি দালালদের হয়রানি ও প্রতারণা। নেই পর্যাপ্ত টয়লেট, হুইল চেয়ার ও বসার জায়গা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা পাসপোর্টযাত্রীদের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সব সমস্যার সমাধান করা হবে। ভারতগামী পাসপোর্টযাত্রী সুবল দাস ও মো. আনিছুর রহমান গতকাল বলেন, পূজার ছুটিতে ভারতে যাচ্ছি। বর্তমানে ভারত ভ্রমণে বাংলাদেশ সরকারকে বন্দর টার্মিনাল চার্জসহ শিশুর জন্য ৫৫৫ টাকা ও বড়দের ১০৫৫ টাকা ভ্রমণ কর দিতে হচ্ছে। তবে ভারত ভ্রমণে ভোগান্তির শেষ নেই। বাস থেকে নেমে প্রায় রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন শেষ করতে পারিনি। পর্যাপ্ত টয়লেট ও বসার জায়গা না থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ ছাড়া দালালদের দৌরাত্ম্য খুব বেশি। এই অবস্থায় সেবা বাড়ানোর দাবি জানাচ্ছি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, স্বাভাবিক সময়ে এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার হলেও বর্তমানে পূজার কারণে এই সংখ্যা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। স্বাচ্ছন্দ্যে পাসপোর্টযাত্রীরা যাতে ভারতে যেতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
উপলক্ষ দুর্গাপূজা
বেনাপোলে ভারতগামীর ঢল, হিমশিম কর্তৃপক্ষ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর