সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীর ঢল নেমেছে। স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ পাসপোর্টযাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করছেন। ফলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি ও আগামী মঙ্গলবার সরকারি ছুটি। মাঝে রবি, সোমবার ছুটি নিয়ে অনেকে পরিবার নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন চিকিৎসাসেবা নিতে ও ব্যবসায়িক কাজে। আবার অনেকে আসছেন ভারত থেকে বাংলাদেশের পূজা উদযাপন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। গত চার দিনে এ বন্দর দিয়ে ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রায় ২৬ হাজার পাসপোর্টধারী ভারতে গেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এ সময় সরকারের ভ্রমণকর বাবদ প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা আদায় হয়েছে। এদিকে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ভ্রমণ কর প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ দিন দিন বাড়লেও বাড়েনি সেবার মান। বন্ধ হয়নি দালালদের হয়রানি ও প্রতারণা। নেই পর্যাপ্ত টয়লেট, হুইল চেয়ার ও বসার জায়গা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা পাসপোর্টযাত্রীদের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সব সমস্যার সমাধান করা হবে। ভারতগামী পাসপোর্টযাত্রী সুবল দাস ও মো. আনিছুর রহমান গতকাল বলেন, পূজার ছুটিতে ভারতে যাচ্ছি। বর্তমানে ভারত ভ্রমণে বাংলাদেশ সরকারকে বন্দর টার্মিনাল চার্জসহ শিশুর জন্য ৫৫৫ টাকা ও বড়দের ১০৫৫ টাকা ভ্রমণ কর দিতে হচ্ছে। তবে ভারত ভ্রমণে ভোগান্তির শেষ নেই। বাস থেকে নেমে প্রায় রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন শেষ করতে পারিনি। পর্যাপ্ত টয়লেট ও বসার জায়গা না থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ ছাড়া দালালদের দৌরাত্ম্য খুব বেশি। এই অবস্থায় সেবা বাড়ানোর দাবি জানাচ্ছি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, স্বাভাবিক সময়ে এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার হলেও বর্তমানে পূজার কারণে এই সংখ্যা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। স্বাচ্ছন্দ্যে পাসপোর্টযাত্রীরা যাতে ভারতে যেতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে