সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্ট যাত্রীর ঢল নেমেছে। স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ পাসপোর্টযাত্রী এ বন্দর দিয়ে যাতায়াত করছেন। ফলে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশে শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি ও আগামী মঙ্গলবার সরকারি ছুটি। মাঝে রবি, সোমবার ছুটি নিয়ে অনেকে পরিবার নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থানে ভ্রমণ করতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন চিকিৎসাসেবা নিতে ও ব্যবসায়িক কাজে। আবার অনেকে আসছেন ভারত থেকে বাংলাদেশের পূজা উদযাপন ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। গত চার দিনে এ বন্দর দিয়ে ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রায় ২৬ হাজার পাসপোর্টধারী ভারতে গেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এ সময় সরকারের ভ্রমণকর বাবদ প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা আদায় হয়েছে। এদিকে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ভ্রমণ কর প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ দিন দিন বাড়লেও বাড়েনি সেবার মান। বন্ধ হয়নি দালালদের হয়রানি ও প্রতারণা। নেই পর্যাপ্ত টয়লেট, হুইল চেয়ার ও বসার জায়গা। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা পাসপোর্টযাত্রীদের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, সেবা বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সব সমস্যার সমাধান করা হবে। ভারতগামী পাসপোর্টযাত্রী সুবল দাস ও মো. আনিছুর রহমান গতকাল বলেন, পূজার ছুটিতে ভারতে যাচ্ছি। বর্তমানে ভারত ভ্রমণে বাংলাদেশ সরকারকে বন্দর টার্মিনাল চার্জসহ শিশুর জন্য ৫৫৫ টাকা ও বড়দের ১০৫৫ টাকা ভ্রমণ কর দিতে হচ্ছে। তবে ভারত ভ্রমণে ভোগান্তির শেষ নেই। বাস থেকে নেমে প্রায় রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও ইমিগ্রেশন শেষ করতে পারিনি। পর্যাপ্ত টয়লেট ও বসার জায়গা না থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। এ ছাড়া দালালদের দৌরাত্ম্য খুব বেশি। এই অবস্থায় সেবা বাড়ানোর দাবি জানাচ্ছি। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, স্বাভাবিক সময়ে এ পথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা ৩ থেকে ৪ হাজার হলেও বর্তমানে পূজার কারণে এই সংখ্যা বেড়ে দ্বিগুণে দাঁড়িয়েছে। স্বাচ্ছন্দ্যে পাসপোর্টযাত্রীরা যাতে ভারতে যেতে পারেন, সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে জায়গা অধিগ্রহণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
উপলক্ষ দুর্গাপূজা
বেনাপোলে ভারতগামীর ঢল, হিমশিম কর্তৃপক্ষ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর