ডেঙ্গুর থাবায় প্রাণ হারাচ্ছে মানুষ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে মারা গেছেন আটজন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রাম বিভাগে ১৬৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬১, ঢাকা উত্তর সিটিতে ২৪৩ এবং দক্ষিণ সিটিতে ১৪৫, খুলনা বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ৫ এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭১ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে বরিশালের দুজন, চট্টগ্রামের একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারজন রয়েছেন।