বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির ৭ম জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন করেন তিনি। এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কাউন্সিল পরিচালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাফরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আহমদ আযম খান, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য শাহ আবু জাফর, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সভাপতি আবুল কাশেম প্রমুখ।
দুই দিনব্যাপী এই কাউন্সিল অধিবেশনে আগামীকাল রবিবার শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।