কুষ্টিয়ায় এক সড়ক দুর্ঘটনায় ৬ বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে হেলিকপ্টারের করে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি জানায়, সকালে একটি অভিযান শেষে বিজিবি সদস্যরা নিজস্ব পিকআপ ভ্যানে করে মিরপুরস্থ কুষ্টিয়া সেক্টরে ফিরছিলেন। পথে জুগিয়ার কাছে পৌঁছালে পিকআপ ভ্যানের সামনের একটি চাকা ফেটে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ৬ বিজিবি সদস্য আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক সফিউল ইসলাম, সিপাহী আব্দুল হালিম ও ল্যান্স নায়েক ওবাইদুল ইসলামকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। আহত অপর দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।