বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর রামপুরায় গুলিতে এক শিবির নেতা নিহত হওয়ার মামলায় এ নির্দেশ দেয়া হয়েছে। একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন আদালত।
গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় কাঁচাবাজারের সামনে দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হয়। এ ঘটনায় রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
আজ রবিবার দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদের আদালতে শুনানি শেষে মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা বন্ডে জামিন দেন। আর বাকি দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।