বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলাটেলের ৯ কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ওয়াহিদুর রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর ইস্কাটনের বাংলাটেল লিমিটেডের প্রায় সাড়ে ৯ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগের মামলায় ওই প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজার ওয়াহিদুর রহমান ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জসিম শুনানি শেষে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মো. ওয়াহিদুর রহমান ভূঁইয়া ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাটেলের ম্যানেজার (ফাইন্যান্স) হিসেবে ছিলেন। এ সময় আসামি বিল-ভাউচার জাল-জালিয়াতির মাধ্যমে এয়ারটেল ও টাটা কমিউনিকেশন কোম্পানিতে না পাঠিয়ে মালেশিয়ান দুটি কোম্পানিকে প্রাইম ব্যাংক বনানী শাখার মাধ্যমে ৯ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৬৩ দশমিক ৪৫ টাকা পাচার করেন। টাকা পাচার করা দুটি কোম্পানির একটির পরিচালক ও মালিক এই আসামি। এর আগে এ আসামি বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর