বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিম্নআয়ের মানুষের দ্বারে ‘ফ্রি সবজির বাজার’

ফারুক তাহের, চট্টগ্রাম

প্রতিদিন ৫০০ কেজি নানান জাতের সবজি নিয়ে পাঁচটি ভ্যানগাড়ি করে ‘ফ্রি সবজি বাজার’ ফেস্টুন টাঙিয়ে শহরের অলিগলিতে ঘুরছে একদল যুবক। তাদের উদ্দেশ্য- নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরবন্দী মানুষ যেন তাদের প্রয়োজনীয় সবজি হাতের কাছে পায়। বিনামূল্যে নিঃসংকোচে ভ্যানগাড়ি থেকে মোট ২ কেজি করে সবজি নিতে পারবেন। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু। এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশাদুল আলম বাচ্চুর সহযোগিতায় এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তপু এ সবজি বিতরণ কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, আয়ের সব পথ বন্ধ হওয়ায় নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

সর্বশেষ খবর