বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সুরজাহানের প্রাণ বাঁচল শোক দিবসের অক্সিজেন সিলিন্ডার পেয়ে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে সুরজাহান (৭৭) করোনায় আক্রান্ত হলে তার সন্তানরা তাকে নিয়ে আসে হবিগঞ্জ জেলার চিকিৎসাসেবার ভরসারস্থল ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে। তাঁকে ভর্তি করা হয় করোনা ওয়ার্ডে। কিন্তু হাসপাতাল থেকে ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে না পারায় তাঁর অবস্থার চরম অবনতি ঘটে। বিকল্প হিসেবে তাঁর সন্তান নজরুল ইসলাম বাইরে থেকে দুটি সিলিন্ডার সংগ্রহ করেন। কিন্তু যার কাছ থেকে সিলিন্ডার সংগ্রহ করেন তার এক আত্মীয় অসুস্থ হলে একটি সিলিন্ডার নিয়ে যায়।

এরপর গত মঙ্গলবার রাতে যখন সুরজাহানের অক্সিজেন শেষ হয়ে যায়- তখন হাসপাতালে বলেও কোনো সিলিন্ডার পায়নি তার সন্তান নজরুল। এতে সে দিশাহারা হয়ে পড়ে। এক পর্যায়ে নজরুল জানতে পারে- হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের প্রতিষ্ঠিত আলেয়া-জাহির ফাউন্ডেশন থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩টি সিলিন্ডার প্রদান করা হয়েছে। তাৎক্ষণিক সে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে একটি সিলিন্ডার সংগ্রহ করে। এই সিলিন্ডার দিয়ে সারা রাত শ্বাস-প্রশ্বাস নেন সুরজাহান। এখন তাঁর অবস্থা অনেক ভালো। নজরুল ইসলাম এই বিকল্প ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি আবু জাহিরের প্রতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর