বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এনু-রুপনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনোকান্ডের অন্যতম হোতা রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জুলফিকার হোসেন। তিনি বলেন, মঙ্গলবার তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। আসামি মো. এনামুল হক এনুর বিরুদ্ধে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার সহযোগী হারুনুর রশিদ ও আবুল কালাম আজাদ ৩ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখতে এনামুল হক এনুকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন। এ কারণে তাদের নামও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে, রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। বিদেশে অর্থপাচার করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭ (১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ অক্টোবর এনুর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অন্যদিকে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপনের বিরুদ্ধে মামলা করেন দুদকের আরেক সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

সর্বশেষ খবর