মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ

পঞ্চগড় জেলা আহ্বায়ক কাচ্চুকে শোকজ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড় জেলার আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চুকে শোকজ করেছে বিএনপি। আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জহিরুল ইসলাম কাচ্চুকে কারণ দর্শাও নোটিসে বলা হয়, ‘জেলা আহ্বায়ক কমিটি গঠনের পর আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে উপজেলা ও পৌর ইউনিট কমিটি অনুমোদনের বিধান থাকলেও আপনি একাই আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলার কমিটি অনুমোদন করেছেন। আপনি দল থেকে সদ্য বহিষ্কৃত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সভা সমাবেশ করেছেন। সেখানে জেলা বিএনপির সদস্য সচিবসহ অন্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। দেবীগঞ্জে বহিষ্কৃত সেই ব্যক্তিকে নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবের অগোচরে করোনা ‘হেল্প সেল’ এর নামে অনুষ্ঠান করেছেন যেখানে মরহুম শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো ছিল। পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের এক বছরে আপনি দলীয় কার্যালয়ে কোনো কর্মসূচিতে অংশ নেন না। আপনার এসব অভিযোগ দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননার শামিল। নির্দেশক্রমে আপনাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’

সর্বশেষ খবর