বুধবার, ২৫ মে, ২০২২ ০০:০০ টা

পর্যাপ্ত ত্রাণ ও সুষ্ঠু বিতরণের ব্যবস্থা করতে হবে

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সিলেটের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য সরকারের ত্রাণ তৎপরতা খুবই অপ্রতুল। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ ও সুষ্ঠুভাবে বিতরণের ব্যবস্থা করতে হবে। সিলেটের জকিগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মাওলানা আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে ও খায়রুল ইসলামের পরিচালনায় অধ্যাপক মো. আবদুল জলিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। সংগঠনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবণ, পিঁয়াজ, ওষুধ ইত্যাদি। এরপর খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বরাক নদীর মোহনায় ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন এবং বিকালে কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ খবর