জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, মিয়ানমারের উসকানিমূলক তৎপরতা চরম উদ্বেগজনক, শান্তিপূর্ণ সমাধান অপরিহার্য। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শায়খ যিয়াউদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আরও বলেন, মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করার পরও তাদের উসকানিমূলক তৎপরতা বন্ধ না হওয়াটা চরম উদ্বেগজনক। সমাধান না হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। নেতৃদ্বয় বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোয় চরম আতঙ্কে দিনাতিপাত করছে জনগণ। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে এ অবস্থা কিছুতেই মেনে নেওয়া যায় না। নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে সরকারকে অবিলম্বে এ সংকট উত্তরণের পথ বের করতে হবে।