বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবালের ভাই মো. শরীফ গতকাল সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি। সহকারী প্রকৌশলী হিসেবে বিটিসিএলে কর্মরত ছিলেন। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবদুল গাফফার। তিনি মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি ও গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।