নিউইয়র্কের বাংলা টিভির কর্ণধার মীর ই ওয়াজিদ শিবলীর মাতা রাজিয়া সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। গত রবিবার রাত ২টা ৩০ মিনিটে রাজিয়া সুলতানা ইন্তেকাল করেন।
জানাজা শেষে বাংলাদেশ সময় সোমবার ঢাকার মহাদেবপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোকবার্তায় বলা হয়েছে, রাজিয়া সুলতানার মৃত্যুতে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) পরিবার গভীরভাবে শোকাহত।
প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও সেক্রেটারি শহীদুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসাথে দেশ ও প্রবাসের সবার কাছে মরহুমার জন্য দোয়া কামনা করছি।’
প্রসঙ্গত, মীর ই ওয়াজিদ শিবলী আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সিনিয়র সহ-সভাপতি। তার স্ত্রী শারমিন রেজা ইভা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
বিডি প্রতিদিন/ফারজানা