ছিলে কি ছিলে না সেটি কোনও
বিষয় নয়, বিস্ময়ও নয়
তুমিই বিষয় বলে পরিস্ফুটনও
কোনও সত্য নয়
যেখানে রয়েছে বৃক্ষ সেই সত্য
সেখানে পাখির বাসা সেই সত্য
ছিলে কি ছিলে না
দেখা না দেখার মতো
ছবিগুলো বদলে যায়
বদলে যায় সত্য ও মিথ্যার
সকল সংজ্ঞা
এভাবেই অমীমাংসিত তোমার সত্তা...
ছিলে কিংবা ছিলে না
তাতে কী?